নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের মথুরার মহাবন এলাকার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ জন। এই দুর্ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, যাত্রীবাহী বাসটি বিহার থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে চল্লিশ জন যাত্রী ছিলেন। কিন্তু আচমকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হতেই বাস এবং গাড়িটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পরেই যাত্রীরা বাস থেকে কোনো রকমে পালিয়ে বাঁচেন। তবে গাড়িতে থাকা পাঁচ জন আরোহী বাস থেকে নামার সুযোগ না পাওয়ায় তাদের আগুনে ঝলসে মৃত্যু হয়।
এরপর দমকল বিভাগ খবর পেয়ে ইঞ্জিন নিয়ে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। জেলা পুলিশ সুপার শৈলেশ দুবেও খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।