দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ বাড়ির ছাদের জল পড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হন। মঙ্গলবার মালদার চাঁচল থানার দামাইপুর পূর্ব কালিগঞ্জলে ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=s2E65cag2dk
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনায় উভয় পক্ষই চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০ টা নাগাদ বৃষ্টির জল বাড়ির ছাদের পাইপ দিয়ে প্রতিবেশীর বাড়িতে গড়িয়ে যাওয়ায় দুই প্রতিবেশীর মধ্যে বচসা তৈরী হয়। যার ফলে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি থেকে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় গুরুতর ভাবে মার্জিনা বিবি ও তার বৌমা সাবেরা বিবি জখম হন। সাবেরার স্বামী ভিন্ রাজ্যেই রয়েছে।
https://www.youtube.com/watch?v=sF4JzYbwNdQ
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ দুই পক্ষের অভিযোগ পেয়ে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে।