বন্ধ হয়ে গেল কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার আশঙ্কা রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। গত কয়েক দিনে জম্মু-কাশ্মীরের নানা প্রান্তে জঙ্গিদের একাধিক ‘স্লিপার সেল’ সক্রিয় হয়েছে। শীঘ্রই আবার কোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হামলা চালাতে পারে। আর এই খবর প্রকাশ্যে আসতেই সে রাজ্যের সরকার ঝুঁকি এড়াতে আজ থেকে উপত্যকার মোট ৮৭টি পর্যটনস্থলের মধ্যে ৪৮টি পর্যটন কেন্দ্র সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে। এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় পর্যটনকেন্দ্রও রয়েছে।

সূত্রের খবর, ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় খাম্পু, উলার, অষ্টান্মার্গ, চান্দিগাম, রাজপোরা, বসনিয়া, বাবরেশি, রামপোরা, দাচিগাম, নারানাগ, বৌদ্ধ মঠ, আহরবাল, আকদ পার্ক, ইউসমার্গ, বাদেরকোট, বাঙ্গাস ভ্যালি, রিঙ্গাওয়ালি, সূর্য মন্দির, কাউসারনাগ, তৌসিমায়দান, বাদামওয়ারি, সিনথান টপ, আইভরি হোটেল, জামিয়া মসজিদ, ভেরিনাগ গার্ডেন, শ্রুঞ্জ জলপ্রপাত, পাড়শাপাল রিসর্ট, ফরেস্ট হিল কটেজ, হাব্বা খাতুন পয়েন্ট, ইকো পার্ক খাদনিয়ার, নাম্বলান জলপ্রপাত বন্ধ করে দেওয়া হয়েছে।


এছাড়া তালিকায় রাজোরি কাদাল হোটেল, ইকো ভিলেজ রিসর্ট (দারা), মুন্দিজ-হামাম-মারকুট জলপ্রপাত, অষ্টান্মার্গ প্যারাগ্লাইডিং পয়েন্ট, মামনেথ এবং মহাদেব পাহাড় রয়েছে। এগুলির মধ্যে কোনো কোনো স্থানে সন্ত্রাসবিরোধী অভিযান পুরোদমে শুরু হয়েছে। সরকারী এক কর্তা জানান, ‘‘গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক সহ অন্য যে সব পর্যটনকেন্দ্র খোলা রয়েছে, সেগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, পহেলগাঁও হামলার পর জম্মু-কাশ্মীরের ডোডা, শ্রীনগর ও কিশ্তোয়ারের বেশ কিছু জায়গায় অভিযান চালাচ্ছে।’’


নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, গত ছ’দিনে ছ’শোটিরও বেশী স্থানে অভিযান চালানো হয়েছে। প্রসঙ্গত, গত ২২ শে এপ্রিল অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে ২৮ জন পর্যটকের মৃত্যুর পর থেকেই উপত্যকা জুড়ে পুরোদমে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। একাধিক জঙ্গির ঘর-বাড়িও উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো অবধি পহেলগাঁওয়ের হামলাকারীদের খোঁজ পাওয়া যায়নি। উল্টে জঙ্গি হানার আশঙ্কা বাড়ছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930