চয়ন রায়ঃ কলকাতাঃ গত সোমবার সকালে সিবিআইয়ের হাতে নারদা মামলায় মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পরই নিজাম প্যালেসের সামনে চার জন হেভিওয়েট নেতার গ্রেপ্তারীর প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। যদিও পরে কলকাতা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় গতকাল পুলিশ ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল।এরপরই এই বিক্ষোভের ঘটনায় শেক্সপিয়র থানার পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করল। এদের মধ্যে ৩ জনকে খিদিরপুর এবং ১ জনকে বেনিয়াপুকুর থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে মহামারি আইনে মামলা রুজু করা হয়েছে।
এর পাশাপাশি সিবিআই সহ কেন্দ্রীয় বাহিনী নিজাম প্যালেসে বিক্ষোভের ভিডিও ফুটেজ স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে।