চয়ন রায়ঃ কলকাতাঃ গত সোমবার সকালে সিবিআইয়ের হাতে নারদা মামলায় মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পরই নিজাম প্যালেসের সামনে চার জন হেভিওয়েট নেতার গ্রেপ্তারীর প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। যদিও পরে কলকাতা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় গতকাল পুলিশ ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল।এরপরই এই বিক্ষোভের ঘটনায় শেক্সপিয়র থানার পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করল। এদের মধ্যে ৩ জনকে খিদিরপুর এবং ১ জনকে বেনিয়াপুকুর থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে মহামারি আইনে মামলা রুজু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি সিবিআই সহ কেন্দ্রীয় বাহিনী নিজাম প্যালেসে বিক্ষোভের ভিডিও ফুটেজ স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে।