নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গ জুড়ে ক্রমাগত মাদক পাচার চলছিল। এবার স্পেশাল টাস্ক ফোর্স মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ তিন জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে রাজগঞ্জ থানার পুলিশ ও স্পেশাল টাক্স ফোর্সের একটি বিশাল বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে রাজগঞ্জ টোল প্লাজার কাছে ছিল। এরপর সূত্র মারফত অসম থেকে কলকাতাগামী নির্দিষ্ট নম্বরের বাসটি আসতেই বাসটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই ১ কিলো ব্রাউন সুগার উদ্ধার হয়। যার বাজার মূল্য ১৬ লক্ষ টাকা।
এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন অসমের বাসিন্দা সাদ্দাম আলী, আলিমুদ্দিন রহমা এবং উত্তরপ্রদেশের বাসিন্দা জসিম আনসারী। আজ এই অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।