নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় গুলাব ল্যান্ডফল করে গিয়েছে। অন্ধ্রপ্রদেশের সান্থাগুড়ায় ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়েছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে দু’জন ও ওড়িশার গাঞ্জাম জেলায় একজনের মৃত্যু হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, শ্রীকাকুলামের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার ডুবে যায়। এই ট্রলারে ছ’জন মত্স্যজীবী ছিলেন। তাদের মধ্যে পাঁচ জন সরাসরি জলে পড়ে গিয়েছিলেন। সেখান থেকে তিন জন কোনোক্রমে ডাঙায় ফিরে আসলেও দু’জন মারা যান। আর ট্রলারে থাকা এক জন মত্স্যজীবী এখনো নিখোঁজ।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলা সহ কলকাতাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সাইক্লোন গুলাবের সতর্কতায় আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিন দিঘায় হোটেল বুকিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ভূপৃষ্ঠে আছড়ে পড়লে ঘূর্ণিঝড় গুলাবের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার থেকে প্রায় ৯০ কিলোমিটার হতে পারে। আর এখন থেকে সেই আশঙ্কায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here