চয়ন রায়ঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল ২৬ শে সেপ্টেম্বর রবিবার দক্ষিণ চব্বিশ পরগণার নলেজ সিটি ক্যাম্পাসে ইয়াকুব আলি বি এড কলেজের ‘বিদ্যাসাগর মঞ্চে’ বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।
এই দিনই ‘বিদ্যাসাগর মঞ্চে’র উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে শিক্ষাবিদ ড: আব্দুর রব, অধ্যক্ষ ড: সুব্রত ঘোষ ও লেখক পরেশ সরকার সহ বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
শিক্ষক ড: আব্দুর রব বিদ্যাসাগরের সমাজসেবামূলক কাজ, নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ আইন, বহুবিবাহ এবং বাল্য বিবাহ রদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখেন।
সুবিখ্যাত লেখক পরেশ সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী বিস্তারিত ভাবে আলোচনা করেন।
কলেজের ছাত্র-ছাত্রীরা গান, নাচ, কবিতা পাঠ সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে বেশ কিছু আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানায়।
অবশেষে সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ ড: সুব্রত ঘোষ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।