রাজ খানঃ বর্ধমানঃ বিয়ে বাড়ি যাওয়ার পথে পূর্ব বর্ধমানের গলসীর কুলগড়িয়াচটি এলাকার ২ নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের ও আহত হয়েছেন ১ জন।
জানা গেছে, মৃতদের নাম অঞ্জু খানম ( ৪৪), জাহির করিম ( ৩৫) এবং শাহবাজ খান ওরফে বাবলু ( ৫২)। ঘটনায় গুরুতর জখম ফায়িদ খান (১৮)। তাদের সবার বাড়ি বিহারের ভাগলপুর এলাকায়।
https://www.youtube.com/watch?v=r-OdsZhCogc
Sponsored Ads
Display Your Ads Hereপরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় শাহবাজ খান একটি চারচাকা গাড়ি নিয়ে কলকাতার তপশিয়া এলাকায় একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। সেই সময় গাড়িতে ছিলেন স্ত্রী অঞ্জু খানম, ছেলে ফায়িদ এবং তার আত্মীয়ের ছেলে জাহির করিম।
শুক্রবার ভোরবেলা আনুমানিক সাড়ে ৪ টার সময় কুলগড়িয়ার কাছে ২ নং জাতীয় সড়কের উপর আচমকা দুর্ঘটনাটি ঘটেছে।
গলসীর কুলগড়িয়ার কাছে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। আর মুহুর্তের মধ্যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Hereঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসী থানার পুলিশ আসে। ঘটনাস্থলেই মারা যান ৩ জন।গুরুতর জখম অবস্থায় গলসী থানার পুলিশ ১ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।