রায়া দাসঃ কলকাতাঃ আজ পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গড়িয়ার সারদাপল্লী থেকে আগ্নেয়াস্ত্র ও বুলেট সহ দুই জন যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম বাবু মণ্ডল এবং ইন্দ্রনীল দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবু ও ইন্দ্রনীলের কাছ থেকে একটি ৭ মিলিমিটার পিস্তল, চারটি বড়ো আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন বোরের বেশ কয়েকটি গুলি। ফলে তাদের অস্ত্র আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এর আগেও বাবু ও ইন্দ্রনীলকে একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছিল।
কিন্তু এভাবে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল কেন তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাবু এবং ইন্দ্রনীল অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত৷ এছাড়া এলাকায় ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগও রয়েছে।