নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ পুলিশের তৎপরতায় মুর্শিদাবাদের ভগবানগোলায় দুই জন ব্যক্তির কাছ থেকে উদ্ধার ২১ লক্ষ টাকা সহ ৩৪৯ গ্রাম ওজনের তিনটি সোনার বিস্কুট।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আসা কিছু সোনা ভগবানগোলা স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে। তাই স্টেশনের বাইরে অপেক্ষা করতে থাকেন। এরপর এক জন সন্দেহজনক ব্যক্তিকে দেখা মাত্র জিজ্ঞাসাবাদ শুরু করতেই ওই ব্যক্তির কথায় একাধিক অসঙ্গতি থাকায় তার ব্যাগে তল্লাশি চালানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর ওই ব্যাগ থেকে নগদ ২১ লক্ষ টাকা উদ্ধার হয়। তারপর সুরজ স্বর্ণকার নামে ওই ব্যক্তি জানান, বাংলাদেশ থেকে আনা সোনা বিক্রি করে এই টাকা পেয়েছেন। এছাড়া ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বেলডাঙা এলাকায় শফিউল্লাহ শেখ নামে এক জন ব্যক্তিকেও গ্রেফতারের পর বাড়িতে তল্লাশি চালিয়ে সুরজের বিক্রি করা অবৈধ তিনটি সোনার বিস্কুট উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সোনার বিস্কুটের ওজন ৩৪৯ গ্রাম। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সুরজ ও শফিউল্লাহকে গ্রেফতার করে আদালতে তুলে পুলিশী হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের সাথে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক পাচার চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here