নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ বিকেলবেলা পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভাদুতলার কাছে বুড়িশোলার জঙ্গলে একটি বেসরকারী বাসের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষে গাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ২ জনের৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, “বাসটি মেদিনীপুর শহর থেকে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি গাড়ি আসতেই ভয়াবহ সংঘর্ষ ঘটে৷ আর বাসটি গাড়িটিকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। ফলে গাড়ির তেলের ট্যাঙ্কারে অগ্নিসংযোগ হয়ে গোটা গাড়িটি মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে৷ এর জেরে গাড়ির ভিতরে থাকা দুই জন আরোহী জীবন্ত দগ্ধ হন৷
আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে গাড়ির তাদেরকে বাঁচানোর সুযোগই হয়নি।” এদিকে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পুলিশ দেহ দু’টিকে উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর মৃতদের পরিচয় জেনে তাদের পরিবারকেও খবর দেওয়ার চেষ্টা চলছে৷ তবে এই দুর্ঘটনায় বাস যাত্রীরা বেশী আহত হননি।