Indian Prime Time
True News only ....

মহানগরীতে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে আহত ২ আইনজীবী

- sponsored -

- sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতায় আলিপুর আদালত চত্বরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন ২ জন আইনজীবী সহ ১ জন কর্মী। ওই দুই আইনজীবীরা হলেন সুপ্রতিম বারিক ও অরদ্বীপ মুখোপাধ্যায়।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আজ সারা দিনভর বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। শুধু রাস্তাই নয় একাধিক বাড়ি, দপ্তর, দোকানও কার্যত জলের তলায় আছে। প্রবল বর্ষায় আলিপুর আদালত চত্বর জলমগ্ন হয়ে পড়েছে। দুপুর ২ টো ৩০ মিনিট নাগাদ আইনজীবী সুপ্রতিম বারিক এবং অরদ্বীপ মুখোপাধ্যায় বাইরে বেরিয়েছিলেন। সেই সময় জলের উপর দিয়ে হাঁটতে গিয়ে তড়িদাহত হন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আহত ওই তিন জন ব্যক্তিকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে ওই তিন জন আহত ব্যক্তি চিকিত্‍সাধীন রয়েছেন। আইনজীবীদের একাংশের অভিযোগ, “আদালত চত্বরে নিকাশি ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। যার জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে”।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সারাদিন কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আগামীকালও হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাত হবে। পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored