নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল গভীর রাতে মালদার গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়কেটোল প্লাজার কর্মী ভর্তি বাস ও ট্রাকের সংঘর্ষে আহত হন প্রায় ১৯ জন। আহতদের মধ্যে দু’জন গুরুতর অবস্থায় আছেন।
সূত্রের ভিত্তিতে জানা যায়, প্রতিদিনের মতো টোল প্লাজার কর্মীরা কাজ সেরে টোল প্লাজার একটি বাসে করে রাতে তাদের বাড়ির দিকে অর্থাৎ তুলসীডাঙ্গা এলাকায় যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা মালদাগামী একটি ট্রাক বেপরোয়াভাবে বাসটি ধাক্কা মারে। ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে চালক সহ বাসের ভেতরে থাকা টোল প্লাজার কর্মীরা আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর সবাইকে ছেড়ে দেওয়া হলেও দু’জন গুরুতর অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereদুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ এসে পৌঁছায়। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। তবে ঘটনার পর থেকেই চালক পলাতক।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।