নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার শ্যামপুরের বাছরি এলাকার একটি বাড়িতে প্রথম গ্যাস সংযোগ পাওয়ার দিনই গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছেন একই পরিবারের পাঁচ জন। আর তাদের বাঁচাতে গিয়ে আরো ৬ জন আহত হয়েছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2024/07/6192024134344.jpg)
- Sponsored -
![]()
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল গ্রামের আড়গোড়ি এলাকার বাসিন্দা অশোক মণ্ডলের বাড়িতে প্রথম গ্যাস সংযোগ আসে। কিন্তু ডেলিভারি ম্যান সিলিন্ডার দিয়ে যাওয়ার পর থেকে গ্যাস লিক হতে শুরু করে। অশোকবাবু তা বুঝতে পেরে সিলিন্ডার বাড়ির বাইরে বার করে দেন।
কিন্তু সেখানে উনুনে রান্না হওয়ায় তা থেকে সিলিন্ডারে আগুন ধরে যায়। আর সিলিন্ডারটি বিকট শব্দে ফেটে গিয়ে শিশু ও মহিলা সহ বাড়ির পাঁচ জন সদস্য অগ্নিদগ্ধ হন। আর তাদের বাঁচাতে গিয়ে আরো ছয় জন এলাকাবাসী আহত হয়েছেন। সকলকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহতদের মধ্যে অশোকবাবুর পরিবারের পাঁচ জন সদস্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনেন। যদিও পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন।