পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রামে ফিরে এলো কেকের মৃত্যুর স্মৃতি। ৪৮ বছর বয়সী দেবাশিস দাস নামে এক জন গায়ক কালীপুজোর অনুষ্ঠানে গান গাইতে গাইতে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন। ঠিক যেমন নজরুল মঞ্চের অনুষ্ঠানে বিখ্যাত গায়ক কেকে অসুস্থ হয়ে পড়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিসবাবুর বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্টে। কুমড়োখালি গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন। প্রথম থেকে গান গেয়ে দর্শকাসনে আগতদের মাতিয়ে রেখেছিলেন। কিন্তু গান গাইতে গাইতে আচমকা গান থামিয়ে মঞ্চে বসে পড়েন।
আর আয়োজকদের জানান যে বুকে ব্যথা হচ্ছে। এরপর শিল্পীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তারপর ক্যানিং থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।