নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় ওই মহিলা ও তার মাকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কোন্নগর সূর্যসেন রোডের বাসিন্দা। ও অভিযুক্ত যুবক কোন্নগর ক্রাইপার রোডের বাসিন্দা বিশ্বনাথ ভাণ্ডারি।
ওই মহিলার শাশুড়ি জানান, “গতকাল রাত ৯ টা নাগাদ ওই যুবক বাড়ির পিছন দিয়ে বাড়িতে প্রবেশ করে বৌমার ঘরে ঢুকে অ্যাসিড ছোঁড়ে। ওই মহিলা মুখ সরিয়ে নেওয়ায় দেহে অ্যাসিড গিয়ে পড়ে। অন্যদিকে ওই মহিলার মা’র মুখে অ্যাসিড লাগে। এরপর অভিযুক্ত যুবক পালিয়ে যায়”।
কিন্তু এই ঘটনায় অ্যাসিড আক্রান্ত মহিলা কিছু বলতে চাননি। উত্তরপাড়া থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ৪৪৮/৩২৩/৩২৫/৩২৬এ/৫০৬/৩০৭ আই পি সি’তে মামলা রুজু করেছে। তারপর শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশী হেফাজতে নিয়ে তদন্ত চলবে।
অবশ্য ওই অভিযুক্ত যুবক পুুুলিশের কাছে দাবী করেছে যে, “ওই মহিলার সাথে তার সম্পর্ক ছিল। আর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ার কারণে শিক্ষা দিতেই এমন কাজ করেছে”।