নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের মেখলিগঞ্জের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের নেগ্ৰিবাড়িতে গোরু পাচার আটকাতে গিয়ে এলাকাবাসীদের হাতে আক্রান্ত হলো পুলিশ। এলাকাবাসীরা পুলিশকে লক্ষ্য করে অনবরত ইটপাটকেল ছুঁড়তে থাকে এরপর বাঁশ ও লাঠি নিয়েও পুলিশকে তাড়াও করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নেগ্ৰিবাড়িতে পাচারের উদ্দেশ্যে ৩৪ টি গোরু রাখা হয়েছিল। কিন্তু পুলিশ তা উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের একাংশ বাধা প্রদান করে। পুলিশের ওপর হামলা চালায়। তারপর পুলিশদের কাছ থেকে গোরু ছিনিয়ে নেয়। এই ঘটনার জেরে ১২ জন পুলিশ কর্মী আহত হয়েছে। তবে পরে মেখলিগঞ্জ থানা থেকে আরো পুলিশ বাহিনী গিয়ে আটকে রাখা গোরুগুলি উদ্ধার করে।
কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ‘‘যারা পাচারকারী পুলিশ তাদের না ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালায়। এমনকি মহিলাদের শাড়ি ধরে টানাটানি করে। পুলিশের উচিত যে সব সাধারণ মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের ছেড়ে দেওয়া হোক’’।
যদিও মেখলিগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে কোনো প্রত্যুত্তর করেনি। বরঞ্চ পুলিশ এই ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ৩৪ টি ভিন্রাজ্যের গোরুগুলিকে উদ্ধার করা হয়েছে।