অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বেহালার এসএন রায় রোডে অ্যাপ বাইকে সিমেন্ট মিক্সিং লরির ধাক্কায় লেগে মৃত্যু হয়েছে ১ আরোহী তরুণীর। মৃতের নাম মৌলি অধিকারী। বয়স ২৩ বছর। কলকাতায় কেপিসি মেডিকেল কলেজে নার্সিংয়ের ক্লিনিকাল টিউটর ছিল। বাড়ি বেহালার পাঠকপাড়ায়।
তবে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। মৌলি অ্যাপ বাইকে চেপে অফিসে যাচ্ছিল। আচমকা অ্যাপ বাইকে লরিটি ধাক্কা মারতেই ওই তরুণী বাইক থেকে পড়ে যায়। এরপর তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীদের সহযোগীতায় বিদ্যাসাগর এসজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এছাড়া এই দুর্ঘটনায় বাইক চালকও আহত হয়েছেন। এর পাশাপাশি হাতে-পায়ে যথেষ্ট আঘাতও লেগেছে।