অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শীতের সকালে ভিক্টোরিয়া থেকে রেড রোড হয়ে ঘোড়ার গাড়িতে চেপে প্রমোদ ভ্রমণ আচমকাই বিষাদে পরিণত হলো। আজ শহরের ব্যস্ততম রেড রোডে একটি ঘোড়ার গাড়িতে একটি দ্রুতগামী প্রাইভেট চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারতেই ওই ঘোড়ার গাড়ির চাকা খুলে গিয়ে টাল সামলাতে না পেরে আরোহী সহ উল্টে গেল।
এরপর দ্রুত শিশু সহ ঘোড়ার গাড়ির তিন জন আরোহীদের আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে প্রাইভেট গাড়ির চালককেও গ্রেফতার করেন। তবে ওই চালকের অভিযোগ, ‘‘আচমকা গাড়ির সামনে ঘোড়ার গাড়িটি চলে এসেছিল। দ্রুত গতিতে চলায় ব্রেক কষেও দুর্ঘটনা আটকানো সম্ভব হয়নি।
ব্যস্ত রাস্তায় ঘোড়ার গাড়ি চালানোর অনুমতি দেওয়াই ভুল হয়েছে।’’ অফিস যাওয়ার সময়ে এই দুর্ঘটনায় প্রবল যানজট তৈরী হওয়ার কারণে নিত্য যাত্রীরা অনেকটাই দুর্ভোগের মুখে পড়েছেন। এদিকে ঘোড়াটি সুস্থ রয়েছে কি না তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছেন।