ব্যুরো নিউজঃ নিউজিল্যান্ডঃ আজ নিউজিল্যান্ডে ফাইজারের করোনা ভ্যাক্সিন নেওয়ার পর এক মহিলার মৃত্যু হয়েছে। ভ্যাক্সিনের সাইড এফেক্টেই মহিলার প্রাণহানি হয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে এই ঘটনার পর সরকার করোনা ভ্যাক্সিন নিয়ে বিশেষ সুরক্ষা ও নজরদারি বোর্ড গঠন করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বোর্ড মেনে নিয়েছে মৃত্যু মায়োকার্ডিটিসের কারণে হয়েছে। ফাইজারের ভ্যাক্সিন নিয়ে এরকম সাইড এফেক্ট খুব কম মানুষের হয়েছে। মায়োকার্ডিটিসের কারণে হৃদয়ের মাংসপেশীতে কষ্ট শুরু হয়। এতে ব্লাডক্লট হয়ে হার্টে পাম্প করার ক্ষমতা কমে যায়। ফলে হার্টবিটের স্পিড নষ্ট হয়ে যায় তা থেকে মৃত্যু অবধি হতে পারে। এছাড়া ওই মহিলার অন্য কোনো সমস্যাও থাকতে পারে যা ভ্যাক্সিন নেওয়ার কারণে এই বেড়ে গেছে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডে প্রথম এইরকম মামলা সামনে এসেছে যেখানে ভ্যাক্সিনেশনের পরে মৃত্যুর ঘটনায় ফাইজার ভ্যাক্সিনকে দায়ী করা হয়েছে। কিন্তু ফাইজার এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফাইজার ১২ বছরের বেশী বয়সীদের জন্য উপযুক্ত। তবে আমেরিকাতে ফাইজারের ভ্যাক্সিন নেওয়ার পর কারোর মৃত্যু ঘটেনি।
সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে যে ফাইজার ভ্যাক্সিনের কারণে অনেকে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। যেখানে গত ২৪ ঘণ্টায় একদিনে করোনার নতুন ৫৩ টি কেস এসেছে। আর বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫৬২ জন।