নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর হরিপালের ইলিপুরে অহল্যা বাই রোডের একটি নয়নজুলিতে বাস উল্টে মারা গেলেন ১ জন ও আহত হয়েছেন ৩৫ জন। মৃত মহিলার নাম তাপসী হালদার। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দক্ষিণ চব্বিশ পরগণার রায়দিঘির ৬৭ জনের পর্যটক দল অযোধ্যা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বাসটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়ির পিছনে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে উল্টে যায়। এরপর ঘটনার পরেই যাত্রীদের চিৎকার শুনে যাতায়াতকারী অন্যান্য গাড়ির যাত্রীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান।
চন্ডীতলা থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে তড়িঘড়ি আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে তাপসী দেবী নামে এক জন যাত্রীর মৃত্যু হয়। আর আট জনকে গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মন্ত্রী বেচারাম মান্না এই ঘটনার খবর পেয়েই হরিপাল গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন।