নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে অষ্টম শ্রেণীর ক্লাস চলাকালীন এক পড়ুয়ার উপর চলন্ত সিলিং ফ্যান খুলে পড়তেই ভয়াবহ বিপত্তি ঘটে গেল। ফ্যানের ব্লেডে ওই পড়ুয়ার নাক কেটে যায়। আহত ওই পড়ুয়া সি সেকশনের মজিদ সরকার। এই ঘটনায় বিদ্যালয় চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।
বিদ্যালয় সূত্রের জানা গেছে, ওই ঘটনার পর মজিদের নাক দিয়ে ক্রমাগত রক্ত ঝরতে থাকে। এরপর তাকে দ্রুত রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর মজিদের নাকে তিনটি সেলাই করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানান, মজিদের অবস্থা আপাতত স্থিতিশীল।
এই দুর্ঘটনার খবর পেয়ে মজিদের মা-বাবা বিদ্যালয়ে ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ খুঁজে দেখছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, ‘‘লকডাউনের পর সব কিছু খতিয়ে দেখার পরই বিদ্যালয় খোলা হয়েছে৷ কিন্তু এরপরও এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যে ইলেকট্রিকের জিনিসপত্র সরবরাহকারীকে বরখাস্ত করা হয়েছে। পুনরায় সব কিছু খতিয়ে দেখা হবে।’’