নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল সন্ধ্যে বেলা দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার পথে নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণিতে অ্যাসিড হামলার শিকার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, সন্ধে ৭ টা নাগাদ ওই ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার সময় কেউ পিছু নিয়েছে বুঝতে পারায় চিৎকার করতে করতে দৌড়ে স্থানীয় একটি ক্লাবে ঢুকে পড়লে পিছু পিছু পিছনে থাকা যুবকও ঢুকে পড়ে। এরপর চুলের মুটি ধরে মুখে অ্যাসিড ছুঁড়ে দেয়। সেই সময় ক্লাবের ভিতরে থাকা অন্যদের গায়েও অ্যাসিড লাগে।
Sponsored Ads
Display Your Ads Here
ক্লাবের সদস্যদের চিত্কার চেঁচামেচি শুনে এলাকার স্থানীয় বাসিন্দারা সেখানে এসে ওই ছাত্রী সহ সব অ্যাসিড আক্রান্তকেই প্রাথমিকভাবে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল থেকেই আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ক্লাবের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, অভিযুক্ত যুবকের নাম অচিন্ত্য শিকারী। অচিন্ত্য ওই ছাত্রীটিকে তাড়া করে ক্লাবে ঢুকে মুখে অ্যাসিড দেয়। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অচিন্ত্যর নামেই কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হলে পুরো ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। এর পাশাপাশি এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে পুরোপুরি খতিয়ে দেখা যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here