নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের নাগপুরের নয়াকুণ্ড এলাকায় দুর্ঘটনাস্থলে উদ্ধারে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ৪২ বছর বয়সী জয়ন্ত বিষ্ণু শেরেকর নামে এক জন পুলিশ আধিকারিকের। আহত হয়েছেন আরো ৭ জন।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকের সাথে একটি গাড়ির সংঘর্ষ হতেই গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়ে চালক বিক্রম সিংহ তার মধ্যে আটকে পড়েন। পুলিশ আধিকারিক জয়ন্ত দুর্ঘটনার খবর পেয়ে সেখানে দল নিয়ে হাজির হয়ে বিক্রম সিংহকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন।
এলাকাবাসীরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। আর তখনই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়তেই পারেসনি থানায় কর্মরত ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। আর সাত জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিলেন। ইতিমধ্যে চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।