বাইসন এয়ারক্রাফট ভেঙে প্রাণ হারান ১ জন পাইলট

Share

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ গতকাল ভোর রাতে রুটিন মহড়া চলাকালীন ভারতীয় বায়ুসেনার মিগ ২১ ফাইটার এয়ারক্রাফট পাঞ্জাবের মোগার ভগপুরানাক লঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে ভেঙে পড়ে গেল। এই মর্মান্তিক দুর্ঘটনায় মিগ ২১ এর পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হয়ে প্রাণ হারান।

ভারতীয় বায়ুসেনার তরফ থেকে জানানো হয়, “বাইসন এয়ারক্রাফট ভেঙে পড়ায় গুরুতরভাবে আহত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী। ওয়েস্টার্ণ সেক্টরে ভেঙে পড়ে মিগ ২১। ভারতীয় বায়ুসেনা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে। ভারতীয় বায়ুসেনা শহিদ অভিনব চৌধুরীর পরিবারের পাশে রয়েছে”।


Indian Air Force

          @IAF_MCC
There was an aircraft accident last night involving a Bison aircraft of IAF in the western sector. The pilot, Sqn Ldr Abhinav Choudhary, sustained fatal injuries. IAF condoles the tragic loss and stands firmly with the bereaved family.

কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটল তা এখনো জানা যায়নি। গোটা ঘটনার তদন্তের জন্য কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।


তবে প্রসঙ্গত, মার্চ মাসে একটি মিগ ২১ যুদ্ধবিমানও দুর্ঘটনার সম্মুখীন হয়ে ভেঙে পড়ে আইএএফের গ্রুপ ক্যাপ্টেন নিহত হন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031