নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা পেশায় আলু ব্যবসায়ী পরেশ মণ্ডল এবার রাগের বশে নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগে পরেশবাবু কাজের সূত্রে মুম্বই থাকতেন। কিন্তু বর্তমানে ঘাটালেই থাকেন। তবে বাড়িতে মা’র সঙ্গে বাবার প্রায় অশান্তি চলত। গত দু’দিন আগেও মা-বাবার মধ্যে অশান্তি শুরু হলে মা গহনা ও দলিলপত্র নিয়ে কলকাতায় ছোটো বোনের বাড়িতে চলে যান। আর এই ঘটনার পর পরেশবাবুর স্ত্রীও ছেলে-মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান।
যেখানে কয়েক মাস পর পরেশবাবুর মেয়ের বিয়ে সেখানে বাড়ির সকল সদস্যর এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় গতকাল রাতেরবেলা রাগের বশে বাড়ির দোতলায় দু’টি খালি এবং দু’টি ভর্তি সিলিন্ডারের রেগুলেটর চালু করে আগুন ধরিয়ে বাইরে বেরিয়ে যান। এতে একটি সিলিন্ডার ফেটে গিয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে।
আর এই অগ্নিকাণ্ডের কারণে বাড়ির ওয়ারিংয়ের তার সহ অধিকাংশ আসবাবপত্র একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে ওই সময় বাড়ির অন্যান্য সদস্যরা বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এরপর দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অমিত মুখোপাধ্যায় খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের জন্য একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। যদিও কয়েক ঘণ্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।