নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িঃ আজ একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ধূপগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। আর অপর দিক থেকে আরেকটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে ধূপগুড়ির দিকে যাওয়ার সময় শিলিগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪৮ এ নিয়ন্ত্রণ হারিয়ে ওই মুরগি বোঝাই গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
এর জেরে গাড়িটি উল্টে গিয়ে গাড়ির মধ্যে চালক ও তার সঙ্গী আটকে যান। বিকট শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে আসেন। কিন্তু গাড়ির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যাওয়ায় আহতদের উদ্ধার করতে অনেকটাই বেগ পেতে হয়। এরপর ধূপগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

তবে গাড়ির ভাঙা দরজা দিয়ে আহতদের বের করতে না পারায় পরে গ্যাস কাটার দিয়ে দরজা এবং গাড়ির সামনের অংশ কেটে বের করে আনা হয়। এরপরেই আহতদের উদ্ধার করে স্থানীয় ধূপগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই দুর্ঘটনার কারণে এলাকায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি প্রশাস্নের তরফ থেকে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code