Indian Prime Time
True News only ....

তুষারের আভরণে সেজে উঠেছে শৈলশহর

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ চলতি বছরে মাত্র ৩৮ দিনের মধ্যে দার্জিলিং সহ কার্শিয়াঙ ষষ্ঠবার বরফের চাদরে মুখ লুকিয়েছে। এই মরসুমে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে।

এই মরসুমে নিয়ম করে টাইগার হিল, সান্দাকফুতে তুষারপাত হলেও প্রায় বছর ২০ পর ঘুম ও কার্শিয়াঙের চটকপুরে তুষারপাত দেখা গেছে। পাহাড়বাসীরা জানান, “এর আগে কখনো এই পরিমাণ তুষারপাত হয়নি৷”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আজ সকালবেলা থেকেই এখানে বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং সহ কালিম্পং এবং কার্শিয়াঙের বেশ কিছু এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। এর মধ্যেই ঘুম ও চটকপুরে তুষারপাত শুরু হয়েছে। এছাড়া অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে সান্দাকফু এবং সিঙ্গালিলা রেঞ্জে অনেক বেশী তুষারপাত হয়েছে।

কিন্তু এই তুষাপাতের জেরে পর্যটনপ্রেমীরা খুব খুশী। ফলে এই তুষারপাতের টানে বহু পর্যটক দার্জিলিঙে ভিড় জমাচ্ছেন। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরাও মন্দা কাটিয়ে বেশ কিছুটা লাভের মুখ দেখছেন। প্রবল তুষারপাতের জেরে সেরপাং, থ্রুমশিং লা, সেঙ্গর ও লাটোং লা এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে আবহাওয়ার পরিস্থিতির খবর নিয়েই পর্যটকদের রাস্তায় বের হতে বলা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored