নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ গতকাল আবারও দার্জিলিংয়ের বাগডোগরায় এশিয়ান হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একটি চিতাবাঘের। বন দপ্তর খবর পেয়েই ঘটনাস্থলে এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত চিতাবাঘটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চা বাগানের কর্মীরা চিতাবাঘটিকে সিঙ্গিঝোড়া চা বাগানের সংলগ্ন সড়কের উপর রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে বন দপ্তরের কাছে খবর দিতেই বনকর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান, চিতাবাঘটি রাস্তা পারাপার করতে গিয়েই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আজ বন্যপ্রাণীটিকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে গিয়ে দেহের ময়নাতদন্ত করা হবে। প্রঙ্গগত, গত এপ্রিল মাসেও একই ভাবে গাড়ির ধাক্কায় একটি কমবয়সী চিতাবাঘের মৃত্যু হয়েছিল। তোতাপাড়া থেকে জালাপাড়াগামী রাস্তা থেকে ওই চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছিল।