নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ রাজ্যের প্রায় বেশ কিছু জেলাতেই বিকেলের পর থেকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। এরই মধ্যে হুগলীর পান্ডুয়া এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১ জন ব্যক্তির। আর আহত হয়েছেন ৩ জন।
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা গেছে, মৃত ব্যক্তির নাম গোবিন্দ ঘোষ। বয়স ৪০ বছর। আজ বিকেলে হুগলীর কয়েকটি এলাকাতে ঘন ঘন বাজ পড়ছিল। ঠিক সেই সময়ই গোবিন্দ বাবু সহ আরো তিন জন পান্ডুয়ার মান্দারণ এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নীচে দাঁড়িয়ে ছিলেন।
আর সেই মুহূর্তে বৈদ্যুতিক খুঁটির নীচে বাজ পড়ে। ফলে গোবিন্দ বাবু ঘটনাস্থলেই প্রাণ হা্রিয়েছেন। অন্যদিকে আহত হয়েছেন গোবিন্দ বাবুর তিন জন আত্মীয় গোপাল ঘোষ, রাজদীপ ঘোষ ও শিবশঙ্কর ঘোষ।
এই ঘটনার সাথে সাথে গোবিন্দ বাবুকে ইটাচুনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর গোবিন্দ বাবুর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এছাড়া তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার খবর পেয়ে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা হাসপাতালে ছুটে আসেন। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এর পাশাপাশি এদিনের ঝড়ে চন্দননগর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি গাছ ওভারহেড তারে উপড়ে পড়ে আগুন লেগে যায়। এর ফলে গাছে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। যার জেরে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে বিদ্যুত্ কর্মী সহ দমকল বাহিনীরা একত্র হয়ে কাজ করছেন।