নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ চিকিৎসার নামে যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল এক কবিরাজের বিরুদ্ধে। অভিযুক্তের নাম রহমত আলী।
https://www.youtube.com/watch?v=Zknx2bN7a-0
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
বাগডোগরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিভিন্ন গ্রাম ও চা বাগান এলাকায় ঘুরে ঝাড়-ফুঁক এবং কবিরাজি চিকিৎসা করার নামে সাধারণ মানুষকে প্রতারিত করত।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
প্রায় তিন মাস আগে বাগডোগরার অদূরে গোঁসাইপুরের বড় সিয়াভিটা গ্রামের ২২ বছরের ওই যুবতীকে চিকিৎসার নামে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এর পাশাপাশি ওই যুবতীর কাছ থেকে টাকা ও গয়নাও হাতিয়ে নেয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
https://www.youtube.com/watch?v=T9Rv__M1rsw
গত ৯ ই মে ওই যুবতী বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গতকাল গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।