ভেজাল সন্দেহে ৬০ টিন সর্ষের তেল বাজেয়াপ্ত করলো পুলিশ
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভেজাল সন্দেহে ৬০ টিন সর্ষের তেল পরীক্ষা করতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নমুনা পাঠাল পুলিশ।
গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুরে একটি গাড়ি আটক করে ৬০ টিন সর্ষের তেল বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, “ওই ভোজ্য তেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে বালুরঘাটে আসছিল”।
পুলিশের কাছে অভিযোগ ছিল যে, সর্ষের তেলের দাম বাড়তেই এক শ্রেণীর কারবারি ভেজাল ব্যবসায় নেমেছে।
এদিন মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, “সর্ষের তেলের নমুনা পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে”।