অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবীতে নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়ায় তীব্র উত্তেজনা ছড়ায়। এমনকি এক জন আন্দোলনকারী মিছিল করে নবান্নের দিকে এগিয়ে যাওয়ার সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে শিবপুর থানার পুলিশ তাকে কোনোভাবে আটকে দেন।
উল্লেখ্য, রাজ্য সরকার আদালতের নির্দেশ অনুযায়ী প্রাইমারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ওই আন্দোলনকারীদের নাম না থাকায় এদিন দক্ষিণ চব্বিশ পরগণার কিছু চাকরীপ্রার্থী নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। আর প্রায় পঁচিশ জন চাকরীপ্রার্থী হাতে প্ল্যাকার্ড নিয়ে শিবপুর কাজিপাড়া থেকে নবান্নের দিকে এগোন। তবে নবান্ন যাওয়ার অনুমতি না থাকায় পুলিশ বাধা দিতেই আন্দোলনকারীদের সঙ্গে বচসা শুরু হয়।
আর সেই মুহূর্তে এক জন আন্দোলনকারী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশী তৎপরতায় তাকে নিরস্ত করে দ্রুত হাসপাতালে ভর্তি করানোও হয়। এর পাশাপাশি অনুমতি ছাড়া মিছিল করার জেরে দশ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে নিয়োগ না করলে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছেন।