অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার মামলায় অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। পাশাপাশি ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করা হয়েছে। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
ওই সংস্থার অন্যতম ডিরেক্টর বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা অভিযোগ করেন যে, ‘‘২০১৪-১৫ সালে চারশোর বেশী প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। নুসরত জাহান প্রত্যেকের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা কোনো ফ্ল্যাট পাননি এমনকি টাকা ফেরতও পাননি।
প্রতারিতরা এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। নুসরত জাহানের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল। তবে তিনি আদালতের শমন পেয়েও হাজিরা দেননি।’’ তাই শঙ্কুদেব পাণ্ডা বাধ্য হয়ে প্রতারিতদের নিয়ে ইডির দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন।
এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর নুসরত জাহান যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, ‘‘সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদ সহ ফিরিয়েও দিয়েছেন। আর ওই সংস্থার সাথে কোনো যোগাযোগ নেই। কোনো দুর্নীতির সাথেও যুক্ত নন।’’ যদিও শেষরক্ষা হলো না। অবশেষে ইডি তলব করেই নিল।