মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর ২৪ পরগনার মাটিয়ায় পুলিশের হাতে ধরা পড়ে এক মাদক পাচারকারী।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আফতাব উদ্দিন মন্ডল। বাড়ি কেন্দুয়া গ্রামে। পুলিশ আধিকারিকরা জানান, “আফতাব বসিরহাট মহকুমার মাটিয়া থানার পুলিশ মালতিপুর থেকে প্রায় সাড়ে পাঁচ লিটার তরল মাদক তথা কোডাইন মিক্সার কাঁটা তারের ওপারে অর্থাত্ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ওই আন্তর্জাতিক পাচারকারীকে মালতিপুর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো সাতটি মোটরবাইকের সন্ধান পায়”।
Sponsored Ads
Display Your Ads Here
আজ মাটিয়া থেকে আন্তর্জাতিক মাদক ও বাইক পাচারকারী ধৃতকে বারাসত আদালতে তোলা হয়। সেখানেই পুলিশ আদালতের কাছে সাত দিনের জন্য পুলিশী হেফাজতে নেওয়ার আবেদন করে।
Sponsored Ads
Display Your Ads Here