মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার ছোটজাগুলিয়ার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার পর মোবাইল উদ্ধারকে কেন্দ্র করে মৃত্যু হলো ১ জন শিক্ষাকর্মীর।
সূত্রের খবর, বিদ্যালয়ে পরীক্ষার্থীদের মোবাইল আনতে বারণ করা হয়েছিল। কিন্তু বেশ কয়েক জন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় পরীক্ষার আগে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়। আর বলা হয়, পরীক্ষার পর অভিভাবকদের নিয়ে আসলে মোবাইল ফেরত দেওয়া হবে। তাই পরীক্ষার শেষে অভিভাবকদের নিয়ে আসলে কথা অনুযায়ী মোবাইলও হস্তান্তর করা হয়।
তবে কয়েক জন পরীক্ষার্থী অভিভাবকদের না এনে মোবাইল ফেরত পাওয়ার জন্য বিদ্যালয়ে লাঠিসোটা নিয়ে এসে তাণ্ডব শুরু করে। এমনকি প্রধানশিক্ষককেও হেনস্থা করা হয়। তখন উত্তেজিত ছাত্রদের সামাল দিতে বিদ্যালয়ের শিক্ষাকর্মী শিবু ওই ছাত্রদের উপর চড়াও হয়। এরপর শিবুবাবু ঠেলাঠেলি ও হুড়োহুড়িতে বিদ্যালয় চত্বরে পড়ে যান। আর প্রচণ্ড অসুস্থ বোধও করতে থাকেন।
তারপর তাকে উদ্ধার করে ছোটজাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবুবাবুর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। দত্তপুকুর থানার পুলিশ এই খবর পেয়ে বিদ্যালয়ের এসে বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।