নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আজ সকালবেলা ৬টা ৩০ মিনিট নাগাদ মুর্শিদাবাদের বড়ঞার কুলির শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতে চলে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তল্লাশি। ঝন্টু শেখ ধৃত কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ ছিলেন।
ঝন্টু শেখের একাধিক বিএড কলেজ আছে। কুন্তুল ঘোষকে জেরা করে তাঁর সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। এছাড়া এদিন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও সিবিআইয়ের চার সদস্যের দল অভিযান চালায়। পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করা হয়। আর বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে রাখে।
এর পাশাপাশি এই জেলার মোট চার জায়গায় সিবিআই তল্লাশি চালানো হয়। গরু পাচার মামলায় আগেও জাফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এমনকি তাঁকে ডেকে এনআইএর তদন্তকারীরাও জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু এবার কোন মামলায় অভিযান চালানো হয়েছে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি।