অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বুধবার মধ্য রাতে এক ট্রেলার চালক খিদিরপুর রোড ধরে যাচ্ছিলেন। সেই সময়ে কলকাতার হেস্টিংস মোড়ে যানজট ছিল। ওই সময় ট্রেলার চালক বেপরোয়া ভাবে ট্রেলারটি চালানোর জেরে যানজটের মধ্যে এসে ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কার ফলে ট্রেলারের সামনের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।
এলাকায় থাকা সিসিটিভি ফুটেজে সমগ্র ঘটনাটি ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় কলকাতার সিক লেনের বাসিন্দা ২৭ বছর বয়সী ট্রেলারের চালক অশোক যাদব ও ট্রেলারের খালাসি অর্থাৎ ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা পিন্টু কুমার গুরুতর আহত হয়েছেন। এরপর পিন্টু এবং অশোককে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা অশোককে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে বর্তমানে পিন্টু এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এর পাশাপাশি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশের একাংশের মতে, “রাতের শহরে চালকদের সতর্ক ভাবে গাড়ি চালানোর জন্য চালকদের বার বার সতর্ক করা হয়। কিন্তু তা সত্ত্বেও কিছু চালক সেই পরামর্শে কান দিতে নারাজ। আর বুধবার রাতের ঘটনা আবারও সেটাই প্রমাণ করল।