Indian Prime Time
True News only ....

অভিনব পন্থায় জ্বালানীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৈরী হলো ‘মোদী মার্কা ঘুঁটে’

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের অধীনে তেল ও রান্নার গ্যাসের দাম যে বৃদ্ধি পেয়েছে তার প্রতিবাদ জানিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ঘুঁটে বানিয়ে সেই ঘুঁটের ব্র্যান্ডিং করে বিশেষ মোড়কে স্বয়ং নরেন্দ্র মোদীর বাসভবনের ঠিকানায় ডাক ব্যবস্থার মাধ্যমে পাঠানো হয়েছে তাঁরই রান্নাঘরে ব্যবহারের জন্য।

তৃণমূলের এক যুবনেতা কুন্তল ঘোষ এই বিকল্প জ্বালানি ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন। কুন্তল ঘোষ জানিয়েছেন, ‘‘পেট্রোল এবং রান্নার গ্যাসের মতো জ্বালানী দুর্মূল্য হলেও নরেন্দ্র মোদীর নামে ঘুঁটে বেশ সহজলভ্য। অর্ডার দিলে বাড়িতে বসেই সস্তার এই জ্বালানী পাওয়া যাবে।” তবে সাধারণ মানুষ সেই সুবিধা পাওয়ার আগে নরেন্দ্র মোদীকেই এই ঘুঁটে পাঠানো হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া এও জানানো হয়েছে যে, ‘‘প্রধানমন্ত্রী তো সাধারণ মানুষেরই প্রতিনিধি। মানুষের দুঃখে যে নরেন্দ্র মোদীর প্রাণ কাঁদে এমনটা প্রায়ই বলেন। তাই গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতেই নরেন্দ্র মোদীর নামে ঘুঁটে। প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই এই ব্র্যান্ড করা হয়েছে। ফোনে অর্ডার দিলেই নরেন্দ্র মোদীর ছাপ দেওয়া এই ঘুঁটে ঘরে বসে পাওয়া যাবে।’’

প্রধানমন্ত্রীকে ঘুঁটে পাঠিয়ে কুন্তল ঘোষ বলেছেন, ‘‘উনিও না হয় নিজের নামের ঘুঁটে জ্বালাবেন। একদম দেশী প্রোডাক্ট যা একেবারে মেড ইন ইন্ডিয়া।’’ নরেন্দ্র মোদীর ছাপ দেওয়া এই ঘুঁটের সাধারণত উপাদানগত কোনো পার্থক্য নেই। কাজও একই হয়।

কিন্তু এ ঘুঁটের বিশেষত্ব মোড়কে। ঘুঁটের উপর আঠা দিয়ে সাঁটা কাগজে ব্র্যান্ডিং করা হয়েছে। তাতে একটি কার্টুন চিত্রের উপর লেখা হয়েছে ‘মোদী মার্কা খাঁটি ঘুঁটে’। যার সাথে নরেন্দ্র মোদীর মুখের যথেষ্ট মিলও খুঁজে পাওয়া যায়। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored