অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ বিদ্যুৎ এর কাজ করতে গিয়ে তার আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিকের মৃত্যু হলো। জখম হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার চোপড়া থানার ডোক ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা।
https://www.youtube.com/watch?v=2e6twArHoeY
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম অর্জুন। জখম ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শুরু হয়েছে। এদের বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায়।
https://www.youtube.com/watch?v=2gba6NuplPI
Sponsored Ads
Display Your Ads Hereঘটনার প্রত্যক্ষদর্শী মহম্মদ আনজার জানান, “দুই মাস ধরে তারা কাজ করছেন। কিন্তু এদিন লাইট লাগাতে গিয়ে ইলেক্ট্রিকের তারে আটকে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে”। এদিনের এই দুর্ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।