নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের পূর্ব দেওগাঁও এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম মোহাবুল হোসেন। বয়স ৩ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা চা খাওয়ার পর শিশুটির মা ছাগল বাঁধতে মাঠে যান। কিন্তু বাড়ি ফিরে শিশুটিকে না পেয়ে বাড়ির আশেপাশের প্রতিবেশীদের বাড়ি সহ পার্শ্ববর্তী ক্যানেলে খোঁজ শুরু করেন।
এর কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির হাত ভাসতে দেখতে পান। এরপর তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটি জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা যায়। এই ঘটনার খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।