নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ডুয়ার্সের সুখানী বস্তি সংলঘ্ন এলাকায় একটি বিদ্যালয়ের পাশের ঝোপ থেকে একটি বিশালাকার কিং কোবরা সাপ উদ্ধার হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিদ্যালয়ের পাশে বিশালাকৃতি কিং কোবরাটি কুন্ডলী পাকিয়ে বসেছিল। কিং কোবরাটিকে দেখামাত্র এলাকাবাসীরা পরিবেশ কর্মী সৈয়দ নৈঈম বাবুনকে খবর দিলে সৈয়দ নৈঈম বাবুন পরিবেশ কর্মীদের সাথে এসে কিং কোবরাটিকে উদ্ধারের জন্য অনেক খোঁজাখুঁজি করলেও আর পাওয়া যায়নি।
কিন্তু আচমকা গতকাল দুপুরে পুনরায় এলাকাতে কিং কোবরাটিকে দেখতে পেয়ে দ্রুত সৈয়দ নৈঈম বাবুনকে খবর দেওয়া হলে তিনি ও পরিবেশ কর্মীরা এসে কিং কোবরাটিকে উদ্ধার করেন।
পরিবেশকর্মী বাবুন বাবু জা্নিয়েছেন, “এখন এলাকায় প্রায়শই কিং কোবরা দেখতে পাওয়া যাচ্ছে। কিং কোবরাটি প্রায় ১৩ ফুট লম্বা ছিল। তবে কিং কোবরাটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। গত এক বছরে এই এলাকা থেকে প্রায় ২৩ টি কিং কোবরা উদ্ধার করা হয়েছে”।
যদিও করোনা পরিস্থিতির জেরে বিদ্যালয় বন্ধ থাকায় কোনোরকম দুর্ঘটনা ঘটেনি। মাঝের মধ্যেই এলাকায় সাপ চলে আসায় এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন।