নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ গোরু-মোষের পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মানুষের মৃত্যুও বাড়ছে। এবার পাঞ্জাবের রোপারের কিরাতপুর স্টেশনের অদূরে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হয়েছে একটি ৩ বছর বয়সী শিশুর।
রেল পুলিশ সূত্রের খবর, আজ শিশুটি লাইন পারাপার করার সময় হঠাৎই দিল্লি-উনা দ্রুতগামী ট্রেনটি চলে আসতেই এই দুর্ঘটনা ঘটে। চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
প্রসঙ্গত, ৩০ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করার পর গত তিন মাসে সাত বার দুর্ঘটনার কবলে পড়েছে। রেল কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে উচ্চগতির এই এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথের দু’ধারে বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। যার জন্য আনুমানিক খরচ ২৬৪ কোটি টাকা।