নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ সোমবার রাতেরবেলা জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটা চা বাগান সংলঘ্ন বাস লাইনের ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ওপর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ১ জন বাইক আরোহীর। গুরুতর আহত হয়েছেন আরো ১ জন।
স্থানীয় সূত্রে খবর যে, দুপুরবেলা ওই দুই যুবক জলপেশ মন্দিরে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে ডুয়ার্সের লাটাগুড়ি ও মালবাজার শহর ঘুরে গয়েরকাটা হয়ে অংরাভাসা এলাকায় তার প্রেমিকার জন্য প্রসাদ নিয়ে যাবার পথে গয়েরকাটায় আচমকাই ধূপগুড়ির দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির সাথে তাদের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২২ বছর বয়সী গোপাল দাসের মৃত্যু হয়। আর সঙ্গী ভোলা পাল গুরুতর আহত হয়েছেন। দু’জনেই ধূপগুড়ি শহরের বাসিন্দা।
Sponsored Ads
Display Your Ads Here
বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ এবং বানারহাট থানার আই সি শান্তনু সরকার এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবককে উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারোরই মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিকে থানায় নিয়ে আসা হয়েছে। আর ঘাতক গাড়িটির সন্ধান শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here