মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ এবার ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের উত্তরপাড়া থেকে বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এক ব্যক্তিকে আটক করে তার ব্যাগ থেকে ১১ টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। এর ওজন প্রায় ১ কেজি ৭০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮৬ লক্ষ ৬১ হাজার ৬৪৭ টাকা।
বিএসএফ সূত্রে জানা যায়, ধৃতের চেহারা দেখে একেবারেই কিছু বোঝার জো নেই। একেবারেই সাধারণ চেহারার ও সাধারণ একটা পাতলা হাফশার্ট এবং পাতলুন পরিহিত অবস্থায় একটা জীর্ণ সাইকেলের হ্যান্ডেলে একটি ব্যাগ ঝুলিয়ে সেই সাইকেলটাই কোনোরকমে টেনে নিয়ে গোপাল সরকার নামে এক ব্যক্তি যাচ্ছিলেন। কিন্তু বিএসএফের গোপালের সাথে কথা বলতেই সন্দেহ হয়েছিল।
এরপর তল্লাশি চালিয়ে সোনার বিস্কুটগুলিকে বাজেয়াপ্ত করে তাকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে ধৃতকে জেরা করা হচ্ছে। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এই সোনার বিস্কুট নিয়ে আসা হচ্ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে। এর পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।