অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বরেলী স্টেশন রোডের কাছে ব্যাংক অফ বরোদার নিরাপত্তারক্ষী ব্যাংকে আসা রাজেশ কুমার নামে একজন ব্যাংক গ্রাহককে মাস্ক না পড়ায় পায়ে গুলি করেন।
এরপর আহত গুলিবিদ্ধ অবস্থায় রাজেশবাবুকে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ওই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাংক চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code