নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ গতকাল জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিহত হয়েছে পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার ৩ জন জঙ্গি। পাহাড় এবং জঙ্গল ঘেরা ওই এলাকায় আরো জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। তাই পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সেনাবাহিনী সূত্র মারফত খবর পেয়ে ধমহাল হাঞ্জি পোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। এরপর সামনো গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিদের সাথে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘ দিন ধরে কুলগাম জেলার ওই এলাকা ‘জঙ্গি উপদ্রুত’ বলে পরিচিত।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
উল্লেখ্য যে, ২০২০ সালের অক্টোবর মাসে হাঞ্জি পোরার অদূরে ওয়াইকে পোরা এলাকায় লস্কর ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ (টিআরএফ) বিজেপি যুব মোর্চার তিন জন নেতাকে খুন করেছিল।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code