বছরের শেষে মেগা অফার নিয়ে এলো এই ফোন

Share

নিজস্ব সংবাদদাতাঃ বছর প্রায় শেষ হতে চলল। আর প্রত্যেকবারই বছরের শেষ মুহূর্তে কোন না কোনো দুর্দান্ত অফার নিয়ে হাজির হয় স্মার্ট ফোন সংস্থাগুলি। তাই ঠিক এবারেও অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানীর স্মার্ট ফোনের পাশাপাশি POCO C3 নিয়ে এসেছে এক নজর কাড়া অফার। আর ১৮ ই ডিসেম্বর থেকে Flipcart এ বিগ সেভিং ডে তে এই স্মার্ট ফোনটি কেনা যাচ্ছে।

POCO C3-র 3GB র‍্যাম সহ 32GB-র ভেরিয়েন্টটি ৯৯৯৯ টাকার বদলে ৬৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর 4GB র‍্যাম সহ 64GB ভেরিয়েন্টটি ১০৯৯৯ টাকার বদলে ৭৯৯৯ টাকাতে পাওয়া যাচ্ছে।

এই সংস্থার তরফে জানানো হচ্ছে এটি EMIUI ১২ অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটির ৬.৫৩ ইঞ্চি HD+ ডিসপ্লে আছে যার আসপেক্ট রেশিও ২০ঃ৯। এই ফোনে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর এবং চার্জিং এর জন্য 5000 mAh ব্যাটারির মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের মেমোরী 512GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। আর এতে তিনটি ক্যামেরাও আছে। একটি ১৩ মেগাপিক্সেল আর একটি ২ মেগাপিক্সেল গভীর এবং শেষেরটিও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। আর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।


এই আকর্ষনীয় অফারে ভীষণ খুশী গ্রাহকেরা।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031