Indian Prime Time
True News only ....

খুব শীঘ্রই বাজারে লঞ্চ করছে Oneplus 9 series ও Oneplus 9 Lite

- sponsored -

- sponsored -

ব্যুরো নিউজঃ ফোন প্রেমীদের জন্য দারুণ খবর। আগামী বছরের শুরুতেই মার্কেটে আসতে চলেছে Oneplus 9 Series ও OnePlus 9 Lite।

অ্যান্ড্রয়েড সেন্ট্রালের একটি তথ্যে উঠে এসেছে, এই সংস্থাটি OnePlus 9 এবং OnePlus Pro তে 5nm চিপসেট সহ স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিচ্ছে। তবে OnePlus 9 Lite এ স্ন্যাপড্রাগন 865 প্রসেসর অফার করবে। আর OnePlus 9 Lite এ এই প্রসেসর দিয়ে তার নতুন ফোনের দাম কম রাখতে চায়। তবে Oneplus 8T ফোনের দাম ৪২৯৯৯ টাকা থেকে শুরু  এবং OnePlus এর দাম ৩৯৯৯৯ টাকা রাখা হয়েছে। আর এখন OnePlus 7T ৩৭৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

OnePlus 8T এর কয়েকটি ফিচার OnePlus 9 Lite এ পাওয়া যাবে। এটি স্ন্যাপড্রাগন 865 SoC প্রোসেসরের সাথে 90Hz বা 120Hz এর রিফ্রেশ রেট থাকতে পারে। মনে করা হচ্ছে যে, OnePlus 8T এর ক্যামেরা স্পেসিফিকেশনের সাথে ফোন আসতে চলেছে। OnePlus 9 Lite এ 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

সবমিলিয়ে নতুন বছরের এই দুর্দান্ত অফারের জন্য অধীর অপেক্ষায় দিন গুনছে সমস্ত OnePlus প্রেমীরা।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored