নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর সাহাগঞ্জে সাইকেল চোর সন্দেহে স্থানীয় এক জন যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠলো। মৃতের নাম গোরখ দাস। বয়স ৪৫ বছর।
জানা গিয়েছে, গোরখের পরিবার ডানলপ কোয়ার্টারে থাকে। শুক্রবার এক প্রতিবেশীর সাইকেল চুরি হয়। ফলে গোরখের উপর ওই সন্দেহ গিয়ে পড়ে। এরপর তাকে গাছে বেঁধে কয়েক জন বেধড়ক মারধর করেন। শনিবার মৃতদেহ সাহাগঞ্জের ডানলপ এস্টেটের ভিতরের মাঠে পড়ে থাকতে দেখা যায়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে তদন্তে নেমে এই ঘটনায় ধীরাজ সিংহ, ব্রিজেশ কুমার ও পিন্টু কুমার প্রসাদ নামে তিন জনকে গ্রেফতার খুনের মামলা রুজু করেছেন। আর বাকি এক জন অভিযুক্তের তল্লাশি চলছে। পাশাপাশি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here